লকডাউনের মেয়াদ বৃদ্ধি সত্ত্বেও বাড়ছে সংক্রমণ। দেশে ও বিদেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এবার করোনার থাবা জনপ্রিয় টেলি-তারকা দেবলীনা ভট্টাচার্যের আবাসনে। এর জেরে বিগ বস ১৩-র অভিনেত্রীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

গুরগাঁও-তে ‘গোপী বহু’ দেবলীনার আবাসনের একজন করোনা পজিটিভ হওয়ায় পুরো আবাসনকে কনটেইনমেন্ট ঘোষণা করা হয়েছে। যে রাঁধুনির করোনা ধরা পড়েছে, তিনি দেবলীনার বাড়িতেও কাজ করতেন। সেই কারণে তাঁকেও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বাড়ির পরিচারিকাও ঘরবন্দি।
