লকডাউনে রবীন্দ্রজয়ন্তীও গৃহবন্দি। পঁচিশে বৈশাখ ঘরে বসেই অভিনব ভাবে রবীন্দ্রজয়ন্তী পালনে মাতলেন হুগলিবাসী।

চিত্রশিল্পী সমরেশ পোদ্দার রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রীমন্তী ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করেন। স্কুল বন্ধ। তাই শিক্ষিকারাও বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। হুগলির ভদ্রেশ্বর, মানকুণ্ডু,
চাপদানি, চন্দননগর সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও কেউ আবৃত্তি করে,কেউ গান গায়, কেউ
রবিঠাকুরের ছবি এঁকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তবে, সবটাই হয় বাড়িতে থেকে। আর এখানেই এবারের পঁচিশে বৈশাখ অন্য বছরের থেকে আলাদা।