Monday, May 19, 2025

ভারতের জন্য হতাশার খবর, নিরাশার খবর। আন্তর্জাতিক অর্থনৈতিক রেটিং সংস্থা মুডিজ তাদের পূর্বাভাসে বলেছে, ভারত মন্দা কাটিয়ে এক বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে। যদিও এই সংস্থারই অনুমান ২০২০-২১ আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার 0% নেমে আসবে। অর্থাৎ করোনা এবং লকডাউনের পর্বের কারণে ভারতের অর্থনীতি কার্যত প্রশ্নচিহ্নের সামনে দাঁড়াবে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক বর্তমান আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির হার ১.৯% হতে পারে বলে জানিয়েছে। যদিও অর্থনীতিবিদরা রিজার্ভ ব্যাংকের এই তথ্যকে দিবা স্বপ্ন বলেছেন। আর মুডিজ বলছে, 2022 সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে অন্তত৬.৫%। ফলে ভারতের ক্ষেত্রে একদিকে যেমন নিরাশার বিষয় রয়েছে, তেমনি আশার কথাও রয়েছে। ইতিমধ্যে কনস্ট্রাকশন ও উৎপাদন ইউনিটের কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি রাজ্যের শিল্প চালু হয়েছে। উত্তরপ্রদেশ স্বাভাবিক হচ্ছে বোঝাতে রাম মন্দিরের কাজ শুরু করা হয়েছে। গাড়ি সংস্থাগুলিতে কাজ মোটামুটি শুরু হয়েছে। আগামী সপ্তাহে প্রতিটি জোনের স্টেটাস রিপোর্ট নেওয়া হবে। আর তার ভিত্তিতেই পদক্ষেপ করা হবে। এক্ষেত্রে রাজ্য সরকারের কথাই শোনা হবে। দেশের মধ্যে গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ অস্থায়ীভাবে শ্রম আইনকে স্থগিত রেখেছে। তা কতখানি যুক্তিযুক্ত সে নিয়ে প্রশ্ন উঠেছে। কাজের সময় ৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা করা হয়েছে বহু ক্ষেত্রে। ফলে করোনা পরবর্তী সময়ে শিল্পজগতের চিত্রটা যে পাল্টাতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

যারা উসকানি দিচ্ছে তারাই মামলা করেছে! নাম না করে বিকাশদের ধুয়ে দিলেন মমতা

SSC-র চাকরিহারাদের প্রতি তিনি সহনুভূতিশীল। কিন্তু তাঁদের যাঁরা উসকাচ্ছেন তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

ভারতের প্রতিবাদে নড়ে বসল IMF, পাকিস্তানে সব আর্থিক অনুমোদনে নজরদারি

পাকিস্তানকে আইএমএফ-এর অনুদান আগেই আপত্তি জানিয়েছিল ভারত। এই টাকায় শুধুমাত্র জঙ্গি ফান্ডিং হবে বলে আগেই জানিয়েছিল ভারত। তারপরেও...

এসিসির প্রধান পাক মন্ত্রী, এশিয়া কাপ থেকে নাম তুলতে পারে বিসিসিআই

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) প্রধান পাক মন্ত্রী। তারই প্রতিবাদে এবার এসিসি-র জোড়া প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে পারে বিসিসিআই(BCCI)।...

বয়কট নয়, বললে নাম পাঠাতাম: প্রতিনিধি দল নিয়ে অবস্থান স্পষ্ট মমতার

দেশের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রের পাশে আছে তৃণমূল (TMC)। কিন্তু প্রতিনিধি দলে রাজনৈতিক দলের কে থাকবেন, তা নিয়ে ওরা...
Exit mobile version