পরিযায়ী শ্রমিকরা রাজ্যে কেন ফিরছেন না? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন রাহুলের

করোনা জেরে রাজ‍্যে জুড়ে লকডাউন চলছে। ভিন রাজ্যে বহু সমস্যা নিয়ে আটকে আছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা।

শনিবার বিজেপি কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ভিডিও বার্তায় জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই পর্যন্ত বহু পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের রাজ‍্যে পৌঁছে দিয়েছে। অন্যান রাজ্যগুলি আবেদন করছে। কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছে।

কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চাইছেন না কেন? কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চাইলেও রাজ্য সরকার কর্ণপাত করছেন না। এই সময়ে রাজনীতি করার সময় নয়।কেন্দ্রীয় সরকারের পাশে থেকে কাজ করুন। আবেদন রাহুল সিনহার।

 

Previous articleবিশেষ সম্প্রদায়ের তীর্থ যাত্রীদের দুটি ট্রেনে ফিরিয়েছে রাজ্য, বাকিরা কেন নয়? প্রশ্ন দিলীপের
Next articleঘুম থেকে উঠে মিথ্যা বলছেন অমিত, কামান দাগল তৃণমূল