ঘুম থেকে উঠে মিথ্যা বলছেন অমিত, কামান দাগল তৃণমূল

মুখ্যমন্ত্রীকে লেখা অমিত শাহের চিঠিকে ধুয়ে দিল তৃণমূল।

নেপথ্যনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখভালে হাইটেক সাংবাদিক বৈঠক করে দল। ছিলেন ডেরেক, রাজীব বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদার। আধুনিক প্রযুক্তিতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তাঁরা।

তৃণমূলের মূল বক্তব্য:
এতদিন ঘুমিয়ে উঠে এখন মিথ্যে প্রচার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করতে নেমেছেন অমিত শাহ। এটা কুৎসিত রাজনীতি।

রাজ্য সরকার অনেক আগে থেকে ভালো কাজ করছে। কেন্দ্র কোনো প্রস্তুতি রাখে নি। সব এলোমেলো করেছে। রাজ্যকে সাহায্যও করে নি।

এখন বিজেপি, রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বাংলাকে বদনাম করতে নেমেছেন।

একের পর এক চিঠি দেখিয়ে, তথ্য দিয়ে ডেরেক বলেন,” অনেক আগে থেকে করোনার বিপদ নিয়ে আমরা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছি। ওরা গুরুত্ব দেয় নি।”

বাইরে আটকে থাকা মানুষদের ফেরাতে রাজ্য সরকারই উদ্যোগ নিচ্ছেন বলে তৃণমূল বক্তারা ব্যাখ্যা করেন।

তাঁরা সবিস্তারে জানান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে কীভাবে সময়মত যথাযথ পরিকাঠামো তৈরি হয়েছে।

 

Previous articleপরিযায়ী শ্রমিকরা রাজ্যে কেন ফিরছেন না? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন রাহুলের
Next articleগ্রিন-জেলায় সোমবার থেকে চলবে বেসরকারি বাস, তবে দ্বিগুণ হতে পারে চালু ভাড়া