মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে, কপালে চিন্তার ভাঁজ কর্তাদের

শনিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা কতখানি বাড়বে? সেটাই এখন প্রশাসনের মূল চিন্তার কারণ। শুক্রবারে রিপোর্ট বলছে, রাজ্যে একদিন আক্রান্ত হয়েছে ১৩০, সব মিলিয়ে ১৬৭৮। মারা গিয়েছেন ৯জন। মৃতের সংখ্যা এই মুহূর্তে রাজ্যে ৮৮। আর করোনায় চিকিৎসাধীন ১১৯৫। তবে প্রত্যেকদিন চিন্তা বাড়িয়েছে কলকাতা। খুশির খবর শুক্রবার কলকাতার কনটেইনমেন্ট জোনের সংখ্যা কমেছে। ৩৩৪ থেকে কমে হয়েছে ৩১৯। তবে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে উত্তর ২৪ পরগনায়, ৮৫ থেকে ৯২। স্বস্তির কথা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মালদহ, হাওড়া, হুগলিতে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়েনি। রাজ্যে এখন মোট কনটেইনমেন্ট জনসংখ্যা ৫৪৯। আজ কী হবে? সেটাই দেখার।

Previous articleসীমান্তে বাণিজ্য এখনই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি রাজ্যের মুখ্যসচিবের
Next articleআর্থিক বৃদ্ধির হার 0% নামবে ভারতে!