সিবিএসই দশম-দ্বাদশের উত্তরপত্র মূল্যায়ন শুরু

দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণি এবং দশম শ্রেণির পরীক্ষার খাতা মূল্যায়ন শুরু হচ্ছে রবিবার থেকেই। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ঘোষণা করেছে বাড়িতে বসেই শিক্ষকরা খাতা মূল্যায়ন করবে।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, ১০ মে থেকে মোট ১ কোটি ৫০ লক্ষ উত্তরপত্রের মূল্যায়ন হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া শেষ করা হবে। ইতিমধ্যেই ৩ হাজারটি বিদ্যালয়কে নির্ধারণ করা হয়েছে। পড়ুয়াদের উত্তরের খাতা শিক্ষকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। খাতা দেখা হলে পুনরায় সংগ্রহ করে নেওয়া হবে। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক পরিবহন অনুমোদন করেছে বলে জানিয়েছে মন্ত্রক।