চিন্তায় প্রশাসন: পরিবারের ১৬ সদস্য উপসর্গহীন করোনা পজিটিভ

উপসর্গহীন পজিটিভ ব্যক্তিরাই চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। আগেই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছিল এমন অনেকেই আছেন যাঁদের মধ্যে করোনার কোনও লক্ষণ না থাকা সত্ত্বেও তাঁরা পজিটিভ। এবার তেমনই এক পরিবারের সন্ধান পাওয়া গেল উত্তরপ্রদেশের মোরাদাবাদে। একজন-দুজন নয়, একই পরিবারে ১৬ জন করোনা পজিটিভ হওয়া সত্বেও তাঁদের দেহে করোনার কোনও লক্ষণই নেই।

ওই পরিবারে ২-৬০ বছরের সদস্যরা রয়েছেন। অনুমান, এক ভাইয়ের থেকে তাঁর পরিবারে এই সংক্রমণ ছড়িয়েছে। তিনি এক কোভিড আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। তখনই জানা যায় তিনি করোনা পজেটিভ। এরপর পুরো পরিবারের কোভিড-পরীক্ষা হয়। তাতেই দেখা যায়, পরিবারের সকলেই করোনায় আক্রান্ত। কিন্তু কারও শরীরে রোগের কোনও উপসর্গ নেই। অর্থাৎ তাঁরা অ্যাসিম্পটম্যাটিক। এরপর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো পরিবারকেই কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়।

Previous articleসিবিএসই দশম-দ্বাদশের উত্তরপত্র মূল্যায়ন শুরু
Next article১৫০০০ ফুট উঁচুতে বরফে আটকে ৬ সেনা, রুদ্ধশ্বাস উদ্ধারকার্য