১৫০০০ ফুট উঁচুতে বরফে আটকে ৬ সেনা, রুদ্ধশ্বাস উদ্ধারকার্য

বায়ুসেনা ও সেনাবাহিনীর উদ্ধারকারী টিম উদ্ধার করলেন ১৫০০০ ফুট উঁচুতে আটকে পড়া ৬ সেনাকে। তাঁরা আটকে পড়েছিলেন উত্তর সিকিম। আটকে পড়া ওই দলটির মধ্যে ছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের চারজন সদস্য ও দু’জন সেনা।

সূত্রের খবর,শুক্রবার M1-17 মিডিয়াম লিফট হেলিকপ্টারের করে যাওয়ার সময় ঝড়ঝঞ্ঝার কারণে সিকিমের মুকুতাংয়ের কাছে আটকে পড়েন ওই ছয়জন। জানা গিয়েছে, তাঁরা সুস্থ রয়েছেন।

ভারতীয় বায়ুসেনার নির্দেশ, কী কারণে এমন জরুরিকালীন অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে বিষয়ে তদন্ত চলছে।

Previous articleচিন্তায় প্রশাসন: পরিবারের ১৬ সদস্য উপসর্গহীন করোনা পজিটিভ
Next articleচিকি‍ত্‍সক আত্মহত্যার ঘটনায় গ্রেফতার আপ বিধায়ক