চিকি‍ত্‍সক আত্মহত্যার ঘটনায় গ্রেফতার আপ বিধায়ক

রাজধানীর এক চিকিত্‍‌সকের আত্মহত্যার ঘটনায় আপের বিধায়ক প্রকাশ জারওয়াল ও বিধায়ক ঘনিষ্ঠ কপিল নাগরকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এপ্রিলে দিল্লির দুর্গা বিহারে নিজের বাড়িতে আত্মহত্যা করেন ওই চিকিৎসক। সুইসাইড নোটে প্রকাশ ও তাঁর সহযোগী কপিলকে দায়ী করেন ওই চিকিত্‍‌সক।

চিকিৎসক রাজেন্দ্র সিং ১৮ এপ্রিল আত্মহত্যা করেন। তার পর থেকেই ফেরার ছিলেন প্রকাশ। দু-জনের বিরুদ্ধে তোলাবাজি, খুনের হুমকি-সহ একাধিক অভিযোগ করেন আত্মঘাতী চিকিত্‍‌সক। সুইসাইড নোটে তিনি লিখেছিলেন, “ভয় নিয়ে বেঁচে থাকা দায়। আপ বিধায়ক আমাকে ও আমার পরিবারকে ক্রমাগত খুনের হুমকি দিচ্ছেন। আমি ওঁকে কয়েক লক্ষ টাকা দিয়েছি।”

দিল্লি পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার সমন পাঠানো হলেও বিধায়ক গরহাজির ছিলেন। শুক্রবার জামিনঅযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। শনিবার প্রকাশ ও তাঁর সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। তবে বিধায়কের বক্তব্য তাঁকে ফাঁসানো হচ্ছে।
সংবাদমাধ্যম থেকেই তিনি ওই চিকিৎসকের আত্মহত্যার খবর জানতে পারেন।

Previous article১৫০০০ ফুট উঁচুতে বরফে আটকে ৬ সেনা, রুদ্ধশ্বাস উদ্ধারকার্য
Next articleজোড়া টুইটে বিজেপির কুৎসা-অপপ্রচারের জবাব দিলেন নুসরাত