করোনায় আক্রান্ত এয়ার ইন্ডিয়ার ৫ পাইলট! চিন থেকেই কি সংক্রমণ?

এবার কোভিড-১৯ সংক্রমিত হলেন এয়ার ইন্ডিয়ার ৫ জন পাইলট। ওই পাঁচ পাইলটই মুম্বইয়ের বাসিন্দা। বিমান সংস্থা সূত্রে খবর, তাঁরা প্রত্যেকেই সম্প্রতি কার্গো বিমান নিয়ে চিনে গিয়েছিলেন। সেখান থেকেই তাঁরা মারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা।