Saturday, November 15, 2025

করোনা আবহে দুর্গাপুজো অনিশ্চিত। তবু মৃৎশিল্পীর হাতে কিছু অগ্রিম ও এখনকার ত্রাণসামগ্রী দিয়েই প্রতিমা বায়না করে আসরে নামছে লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার। তাদের পুজোর অন্যতম শীর্ষকর্তা সজল ঘোষ ফেস বুক পোস্টে লিখেছেন-

TV, ফেসবুক হোয়াটসঅ্যাপ যেদিকে যাই, শুধুই করোনা দেখতে পাই।
_আসুন এবার একটু জীবনের দিকে ঘুরে তাকাই।_

আগামীকাল ১১ মে সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে তাদের এবারের ৮৫ তম বর্ষের দেবী দুর্গার আহ্বান এর প্রথম ধাপ হিসেবে, আগামীকাল কুমারটুলি শিল্পীর হাতে প্রতিমা তৈরীর অগ্রিম দেওয়া হবে।
_সঙ্গে বর্তমান দুরবস্থার মধ্যে থাকা শিল্পী, সহকারীদের জন্য কিছু খাদ্যদ্রব্য আমরা পৌছে দেবো, ঠিক বিকাল 4 টায়।_

পুরো অনুষ্ঠানটা হবে শ্রী মিন্টু পাল এর স্টুডিওতে।

_আমাদের আবেদন আপনারাও থাকুন, পুজো ছোট হবে, কি বড় হবে সেটা আমরা জানি না কিন্তু পুজো তো একটা করতেই হবে (সে নমঃ নমঃ করেও যদি হয়)।_
_পূজাকে ঘিরে পশ্চিমবঙ্গে ৫০ হাজার কোটি টাকার একটা বাজার তৈরি হয়, পুজো না হলে বাজার টা পুরো ধ্বংস হবে, তাতে মারা পড়বেন বিশেষ করে প্রান্তিক গরিব হাজার হাজার মানুষ।_
_আবার যদি অসুখটা থেকে যায় তাহলে পুজো দেখতে আসাটাও বিড়ম্বনা, সেক্ষেত্রেও বড় পূজো সম্ভব না।_
মনে হয় না আগামী কয়েক মাসের মধ্যে করোনা না আমাদের জীবন থেকে মুছে যাবে, কিন্তু অর্থনৈতিক ভাবে যদি বাঁচতে হয় তাহলে করোনার না সঙ্গে লড়াই করেই বাঁচতে হবে, তাই আমাদের যাত্রা শুরু হলো।

_অবশ্যই আমরা ভবিষ্যতে সমস্ত সরকারি বিধি নিয়ম যা যা থাকবে সমস্ত কিছুকেই অক্ষরে অক্ষরে পালন করবো,রোগ ছড়িয়ে পড়ার মতন বিন্দুমাত্র ভুল কাজ আমরা করব না_

সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষে –
সজল ঘোষ কর্তৃক প্রচারিত।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version