১৭ মে লকডাউন উঠে গেলে কীভাবে সতর্কতা বজায় রেখে জনজীবনকে স্বাভাবিক করা যায় তা নিয়ে মতামত জানতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে তাঁদের মতামত জানবেন তিনি। রবিবারই ভারতে করোনায় মৃত্যুসংখ্যা দুহাজার পেরিয়ে গিয়েছে। রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতের পাঁচটি রাজ্যে পরিস্থিতি বিশেষ উদ্বেগজনক। অথচ অনির্দিষ্টকাল লকডাউন করে থাকা ভারতের মত শ্রমনিবিড় দেশে কার্যত অসম্ভব। ইতিমধ্যেই বহু মানুষ কর্মচ্যুতির মুখে। দেশের অর্থনীতির উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক করা এবং সতর্কতা বজায় রাখার মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখা হবে সেটাই প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ।
