লন্ডন থেকে ৩২৬ ভারতীয়কে নিয়ে মুম্বইয়ের মাটি ছুঁলো বিশেষ বিমান

করোনা ও লকডাউন পরিস্থিতির জেরে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
লন্ডন থেকে ৩২৬ ভারতীয়কে নিয়ে রবিবার সকালে মুম্বইয়ের মাটি ছুঁলো এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।
বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘বন্দে ভারত মিশন’।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গতকাল ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান ১২৯ জন ভারতীয়। প্রথম ধাপে বিশ্বের ১২টি দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাবে বিদেশ মন্ত্রক। সতর্কতা হিসেবে বিদেশ থেকে আসা প্রত্যেক যাত্রীকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য , ৭ থেকে ১৩ মে পর্যন্ত এই ফেরানোর প্রক্রিয়া চলবে । প্রায় ১৮ হাজার ৮০০ ভারতীয়কে দেশে ফেরাতে ৬৪টি বিমানের বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার। দেশে ফিরতে পেরে যারপরনাই খুশি সবাই ।

Previous articleলকডাউন ওঠার পরও কীভাবে সতর্কতা? ক্যাবিনেট সচিবের ভিডিও বৈঠক
Next articleকোভিড-১৯: রূপ বদলে ভয়ঙ্কর হচ্ছে ভাইরাস