Sunday, November 9, 2025

লকডাউন উঠে যাওয়া এবং কনটেনমেন্ট জোন, কণাদ দাশগুপ্তর কলম

Date:

Share post:

কণাদ দাশগুপ্ত

লকডাউন উঠে গেলেই কি স্বাভাবিক ছন্দে ফিরবে কলকাতা ও শহর সংলগ্ন এলাকা? কলকাতা পুরসভা এবং পুলিশের তথ্য এমন ইঙ্গিত কিন্তু দিচ্ছে না৷

গত ৩ দিন শহরের Containment Zone-এর যে তালিকা দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে এই ধরনের জোনের সংখ্যা রোজই বাড়ছে৷ রোজ নতুন এলাকা বা রাস্তার নাম ঢুকছে এই তালিকায়৷
নিয়ম করা হয়েছে, কোনও এলাকা বা কোনও রাস্তায় করোনা আক্রান্তের খবর পাওয়া গেলেই, সেই এলাকা কনটেনমেন্ট জোনের আওতাধীন হচ্ছে৷ এই ধরনের জোনে পরবর্তী ১৪ দিন নতুন কোনও আক্রান্তের হদিশ না মিললে, সেই এলাকার নাম বাদ যাচ্ছে তালিকা থেকে৷ গত ৩দিন, পুরসভাও পুলিশের তরফে কলকাতার কনটেনমেন্ট জোনের যে তালিকা দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, কলকাতার এ ধরনের জোনের সংখ্যা হ্রাস পাওয়া তো দূরের কথা, রোজই বাড়ছে৷

◾ রবিবার, ১০ মে কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ৩৩৮টি৷

◾ শনিবার, ঌ মে কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ৩২৬টি৷

◾ বৃহস্পতিবার, ৭ মে কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ৩১৯টি৷
হয়তো, এই জোনের সংখ্যা আগামীদিনে কমবে৷ কিন্তু আপাতত অবশ্যই বৃদ্ধি পাচ্ছে উদ্বেগ, আতঙ্ক৷ এদিকে কেন্দ্র ১৭ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করলেও রাজ্য এই পরিস্থিতি থাকতে পারে ২১ মে পর্যন্ত৷ লকডাউন উঠে গেলেই যে কনটেনমেন্ট জোনও তুলে নেওয়া হবে, আশা করাই যায়, কখনই এমন হবে না৷ জোন বহাল থাকলে কলকাতা এবং সংলগ্ন বিধাননগর বা হাওড়া পুর এলাকা অথবা অন্য কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না৷ এই মুহুর্তে কলকাতার
কনটেনমেন্ট জোনের সংখ্যা বা পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক৷ এই পরিস্থিতিতে, ধরে নেওয়া যায় রাজ্য প্রশাসন লকডাউনের মেয়াদ অনেকটাই বাড়িয়ে দিতে পারে৷

বেশ কিছুদিন আগে রাজ্য সরকার কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে৷ প্রথমদিন থেকেই রাজ্যের কনটেনমেন্ট জোনের তালিকায় প্রথমস্থান দখল করে আছে কলকাতা পুরসভা। এই সব এলাকা বিশেষ নজরে রাখার কথা৷ তা কতখানি হচ্ছে, ওই জোনের বাসিন্দারা তা জানেন৷ কনটেনমেন্ট জোন নয়, এমন এলাকার সঙ্গে জোন-এলাকার ফারাক ঠিক কতটা, দৃশ্যত তা বোঝার উপায় নেই, বোঝার সুযোগও কম৷
রবিবার কলকাতার কনটেনমেন্ট জোনের সংখ্যা এখনও পর্যন্ত সর্বাধিক বেড়ে হয়েছে ৩৩৮টি। এ ধরনের জোন ঘোষণার বিধি বলছে, গত ৪-৫ দিন আগে যে সব এলাকা বা পাড়া অথবা রাস্তা কনটেনমেন্ট জোনের আওতায় এসেছে, সেই এলাকাগুলি স্বাভাবিক হবে কিনা, তা জানতে হলে কমপক্ষে ১৪ দিন অপেক্ষা করতে হবে৷ ফলে ১৭ হোক বা ২১, লকডাউন ওঠা বা না-ওঠা, এক্ষেত্রে আলাদা কোনও অর্থবহন না করারই কথা৷ তবে আতঙ্ক বৃদ্ধি পাওয়ার আশঙ্কা শতকরা একশো ভাগ৷

ধরা যাক, রাজ্যে লকডাউন উঠে গেলো ১৭ অথবা ২১ তারিখ৷ গণ-পরিবহণ ধীরে ধীরে চালু হলো৷ দোকান- বাজার, অফিস-আদালত বিধি মেনে চালু হলো৷ দীর্ঘদিন ঘরবন্দি থাকা মানুষজন রাস্তায় নামলেন, এধার-ওধার গেলেন এবং জেনে অথবা না-জেনে যাতায়াত শুরু করলেন কনটেনমেন্ট জোনেও৷ এমন ঘটলে, ভয়ঙ্কর বিপদ দু’দিকেই৷
মাথায় রাখতে হবে, ভিন রাজ্যে আটকে থাকা মানুষজন ‘ঘরে’ ফেরার ঢল নেমেছে৷ কেন্দ্র জানিয়েছে, ১২ মে থেকে নির্দিষ্ট কিছু যাত্রীবাহী ট্রেনও চলবে৷ আন্ত:রাজ্য গাড়ি চলাচলও শর্তসাপেক্ষে শুরু হয়েছে৷

কনটেনমেন্ট জোন থেকে স্বাভাবিক হওয়ার মুখে দাঁড়িয়ে থাকা এলাকাগুলিতে সব ধরনের ‘বহিরাগত’-দের সৌজন্য ফের সংক্রমণের ঘটনা ঘটতে পারে৷ অথবা উল্টোটা৷ কনটেনমেন্ট জোনে থেকেও যে এলাকার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, সে সব এলাকায় ঢুকে ‘বহিরাগত’রা সঙ্গে করে নিজেদের সুস্থ এলাকায় নিয়ে ফিরতে পারেন করোনা-সংক্রমণ৷

এ সমস্যার সমাধানের কোনও পথ নেই৷ কনটেনমেন্ট ঘোষিত এলাকা বা পাড়া বা রাস্তায় পাঁচিল তোলা সম্ভব নয়, ২৪ ঘন্টা সরকারি নজরদারিও অসম্ভব৷ কিন্তু কিছু তো একটা করতে হবেই৷ এভাবে ভাগ্যের হাতে নিশ্চয়ই ছাড়া হবে না৷

লকডাউন যদি উঠেও যায়, তা হলেও কনটেনমেন্ট জোন নিয়ে সরকার বা পুরসভা বা পুলিশকে আলাদা কিছু ভাবতেই হবে৷

আর, সমস্যার সহজ সমাধান করতে গিয়ে এখন থেকে যদি দেখা যায়, কলকাতায় রোজই উল্লেখযোগ্য সংখ্যায়
কনটেনমেন্ট জোন কমছে এবং কমেই চলেছে, তা হলে বিপদ বাড়বে এক লক্ষ গুন৷ এবং তখন নগর পুড়লে, ‘দেবালয়’-কে বাঁচানো নেক্সট-টু – ইমপসিবল৷

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...