Monday, December 8, 2025

প্রধানমন্ত্রীকে ক্ষুব্ধ মমতা : কেন্দ্র সব খুলে রাজ্যকে বলছে লকডাউন কার্যকর করতে

Date:

Share post:

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে সরাসরি তোপ দাগলেন মমতা। কেন্দ্রের পদক্ষেপকে পরস্পর বিরোধী বলে সাফ জানিয়ে মুখ্যমন্ত্রী। বললেন কোথায় লকডাউন করা প্রয়োজন কোথায় কোন জোন হবে, তার সিদ্ধান্ত ছাড়া হোক রাজ্যকে।

কেন্দ্রের সিদ্ধান্তগুলি একের পর এক তুলে ধরে মুখ্যমন্ত্রী সমালোচনার ভঙ্গিতে বলেন, কেন্দ্র সব খুলে দিচ্ছে আর তারপর বলছে রাজ্যকে লকডাউন কার্যকর করতে। এটা কেমন ধরণের নীতি? ট্রেন চালিয়ে দেওয়া হচ্ছে, সীমান্ত খুলে দিয়ে বাণিজ্যের পসরা সাজিয়ে বলা হচ্ছে সংকটের মোকাবিলা করো? এটা দ্বিচারী আচরণ ছাড়া আর কী!

ক্ষুব্দ মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন রাজ্য কিন্তু কেন্দ্রের নেতৃত্ব মেনে কাজ করে চলেছে। ফলে প্রত্যাশিত ফল যদি না পাওয়া যায় তাহলে তখন যেন কেন্দ্র দায় না এড়ায়। শ্রমিকদের ফেরানোর প্রশ্নে তিনি পরিষ্কারভাবে জানান, প্রত্যেককে রাজ্যে ফেরাতে তৈরি সরকার। মনে রাখবেন ইতিমধ্যে লক্ষ্য মানুষ বাংলায় ফিরেছেন। পরিযায়ীদের শুধু ফেরানো নয়, তাদের স্বাস্থ্য, খাবারের ব্যবস্থা এবং বাসে করে পৌঁছে দেওয়াও রাজ্যকে করতে হচ্ছে। এরপরই মমতা প্রশ্ন তোলেন, পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে কেন টিকিটের ভাড়া নেওয়া হচ্ছে? মমতা স্পষ্ট ভাষায় জানান, কেন্দ্র যদি টাকা না দিতে পারে সেক্ষেত্রে রাজ্যই দেবে।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...