Sunday, November 16, 2025

সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা PAC করোনা- মোকাবিলায় কেন্দ্রের গ্রহণ করা সমস্ত পদক্ষেপ যাচাই করবে৷ এই কমিটির চেয়ারম্যান অধীররঞ্জন চৌধুরি মঙ্গলবার এ কথা জানিয়েছেন৷ একইসঙ্গে অধীরবাবু এদিন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে ডেকে দেশব্যাপী লকডাউনের কারণে অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব বৃদ্ধির বিষয়ে মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

২২ সদস্যের PAC-র চেয়ারম্যান বহরমপুরের কংগ্রেস সাংসদ ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি। এ দিন তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় কেন্দ্রীয় পদক্ষেপের পরীক্ষার পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক বা RBI গভর্নর, আইসিএমআর বা ICMR-সহ অন্যান্য উচ্চপর্যায়ের কেন্দ্রীয় আধিকারিকদেরও ডেকে পাঠানো হতে পারে।
তিনি বলেন, PAC স্বাস্থ্য এবং মহামারি মোকাবিলায় নেওয়া অর্থনৈতিক পদক্ষেপগুলি পরীক্ষা করে দেখবে। তাঁর কথায়, “আমরা অবশ্যই লকডাউনের কারণে সৃষ্টি হওয়া বেকারত্ব মোকাবিলায় সরকারি পদক্ষেপগুলির মূল্যায়ন করব। প্রয়োজনে অন্যান্য সরকারি আধিকারিক এবং RBI-এর গভর্নরকেও তলব করতে পারে PAC”৷ একই সঙ্গে তিনি বলেন, মারণ ভাইরাসের বিরুদ্ধে সরকার স্বাস্থ্যক্ষেত্রের যে পদক্ষেপ নিয়েছে, তা পরীক্ষা করবে PAC। প্রসঙ্গত, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা CAG রিপোর্ট পরীক্ষার পাশাপাশি PAC সরকারি পদক্ষেপের পরীক্ষা করতে পারে। PAC সব থেকে গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি, যা সমস্ত শীর্ষ আধিকারিককে তলব করার ক্ষমতা রাখে।

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version