একনজরে বাংলার করোনা আপডেট

গত ২ মাসের মধ্যে সবচেয়ে ভালো নম্বর
(তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কোন জায়গা নেই)

➡️ গত ২৪ ঘন্টায় নতুন পজিটিভ কেস – ১১০ (গতকাল ছিল ১২৪)

➡️ গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন – ১১৩ (এই প্রথম, দৈনিক নতুন কেসের সংখ্যার তুলনায় বেশি সংখ্যক মানুষ ছাড়া পেলেন)

➡️ মোট ছাড়া পেয়েছেন – ৬১২

➡️ ছাড়া পেয়েছেন – ২৮%

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৫০০৭ (গতকাল ছিল ৪২০১। একলাফে অনেকটাই বেড়েছে। ২৫%!)

➡️ মোট টেস্ট এর সংখ্যা – ৫২,৬২২

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ৪.১৩%

➡️ গত ২৪ ঘন্টায় মৃত্যুর (দুঃখজনক) সংখ্যা – ৮

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ১২৬

➡️ কো-মরবিডিটির কারণে মৃত্যুর সংখ্যা – ৭২

*আরও কিছু জরুরি তথ্য:*

➡️ রেড জোনকে এ, বি, সি তিন ভাগে ভাগ করা হবে। (‘রেড জোন এ’ তে কোন ছাড় নয়, ‘রেড জোন বি’ তে সামাজিক দূরত্বের বিধি মেনে ছাড় দেওয়া হবে, ‘রেড জোন সি’ কন্টেনমেন্ট জোনের বাইরে)

➡️ গ্রিন জোনে বাস ও ট্যাক্সি চলবে এবং অরেঞ্জ জোনে শুধু জরুরি পরিষেবাগুলির জন্য

➡️ টেক অ্যাওয়ে দোকানগুলি খোলা হবে। কোনও রেস্তোঁরা বা বসে খাওয়ার বন্দোবস্ত আছে সেইসব দোকান খোলা যাবে না

➡️ প্রায় দেড় লক্ষ আটকে পড়া ব্যক্তি এবং পড়ুয়ারা বাংলায় ফিরে এসেছেন

➡️ যেসব পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা হয়েছে তাদের ১০০ দিনের কাজ দেওয়া হবে

➡️ কোভিড সহজে যাবে না, আসুন সুরক্ষিত ভাবে এর থেকে বাঁচতে শিখি

Previous articleরাজ্য সরকারের কাছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কয়েক দফা দাবি
Next articleব্রেকফাস্ট নিউজ