Friday, November 14, 2025

আজই দ্বিতীয় আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারেন নির্মলা সীতারামন

Date:

প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন মঙ্গলবার রাত ৮টায়৷ বলেছেন, বিস্তারিতভাবে এই প্যাকেজের কথা জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

আজ, বুধবার আসরে নামছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবর তিনি আজই দ্বিতীয় দফার আর্থিক প্যাকেজ ঘোষণা করবেন।

‘আত্মনির্ভর ভারত’ নামের এই প্যাকেজ ঘোষণা করে নরেন্দ্র মোদি বলেছেন, “এই প্যাকেজে যেমন লাভবান হবেন ছোট-মাঝারি শিল্প,কুটির শিল্প, তেমনই লাভবান হবে কর্পোরেট জগৎ, মধ্যবিত্ত শ্রেণি।”

নির্মলা সীতারামন আজ যে প্যাকেজ ঘোষণা করতে চলেছেন, সূত্রের খবর, সেই ঘোষণায় থাকতে পারে:

◾অগ্রাধিকার পাবে দেশের শ্রমিকশ্রেণি এবং মাঝারি ক্ষুদ্র উদ্যোগের সঙ্গে জড়িতরা।

◾কাজের সুযোগ তৈরির হদিশ থাকবে৷

◾বাজারে অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যের যোগান বাড়ানোর কথা বলা হবে৷

◾কর্পোরেট সংস্থাগুলির কাজের সুযোগ বাড়ানোর কথা থাকবে৷

দ্বিতীয় এই প্যাকেজ অর্থমন্ত্রীর ঘোষণা করা প্রথম প্যাকেজের তুলনায় প্রায় ১৮ গুণ বড়৷ প্যাকেজটি না শুনে মন্তব্য করা অর্থহীন৷ তবে প্রথম প্যাকেজে থাকা কিছু ঘোষণা এবং সেসব ঘোষণা কার্যকর কতখানি হয়েছে, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে৷

প্রসঙ্গত, গত ২৬ মার্চ প্রথম আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। সেই প্যাকেজ ছিলো ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার৷ প্রথম প্যাকেজে বলা হয়েছিলো,

🔺প্যাকেজটি ‘গরিব কল্যাণ যোজনা’র অধীনে থাকবে৷

🔺বলা হয়েছিলো, দেশের ২০ কোটি মহিলা প্রতিমাসে ৫০০ টাকা করে পাবেন এই প্যাকেজে।

🔺বাড়ানো হবে একশো দিনের কাজের পারিশ্রমিক।

🔺 প্রধানমন্ত্রী কৃষি যোজনার আওতায় এপ্রিলের প্রথম সপ্তাহেই কৃষকের অ্যাকউন্টে ২০০০ টাকা ঢোকার প্রতিশ্রুতি দেওয়া হয়।

🔺 প্রবীণ নাগারিক ও প্রতিবন্ধীদের জন্য মাসে ১০০০ টাকার প্যাকেজ ঘোষিত হয়৷

🔺দরিদ্রসীমার নীচে থাকা ৮ কোটি ৩০ লক্ষ পরিবারকে ফ্রি-তে এলপিজি সিলিন্ডার দেওয়ার কথা বলা হয়।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version