Thursday, December 11, 2025

কেন্দ্রের আর্থিক প্যাকেজকে কটাক্ষ করে যা বললেন পার্থ

Date:

Share post:

করোনা মোকাবিলায় লকডাউনে গোটা বিশ্বের মতো ভারতেরও ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। দেশের মধ্যবিত্ত-গরিব মানুষের যাতে সমস্যা না হয়, তার জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনও খাতে কত বরাদ্দ তা ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আর তা নিয়েই এদিন প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, বুধবার বেহালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রের আর্থিক প্যাকেজকে কটাক্ষ করে বলেন, “আমরা তো বাজেটে অনেক কথাই বলি। কিন্তু তা আমরা দেখতে পাই না। হাতে পাই না। আমরা যে ৫২ হাজার কোটি টাকা করে দিই সেটা কোথায়? সেটা ১ বছর করে পিছিয়ে দেওয়া হোক।
বাংলার মানুষ দেশের নাগরিক, এই মানসিকতা নিয়ে যেন আমরা কাজ করতে পারি। সাহায্যের ঝুলি নিয়ে আসুক।
খাতায়-কলমে টাকা আছে, কিন্তু পকেটে টাকা নেই এ ব্যাপারটা ঠিক হবে না”।

এদিকে আজ ১৩ মে। রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য ঐতিহাসিক দিন। ২০১১ সালের এই দিনেই বাংলার মানুষের রায়ে ৩৪ বছরের বাম জমানকে ধূলিসাৎ করে বাংলার মাটিতে রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল।

শিক্ষামন্ত্রী বলেন, “বাংলার মানুষের রায় এবং জনগণের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তার ৯ বছর পূর্তি। যদিও সরকারিভাবে ২৭ মে মা-মাটি-মানুষের সরকারের ৯ বছর পূর্তি হবে। আমরা সবাই মিলেই দুঃসময় কাটিয়ে উঠব এটাই আমাদের প্রত্যাশা”।

পাশাপাশি তিনি জানান, বেহালার সমস্ত কাউন্সিলরদের নিয়ে এদিন বৈঠক হয়। রেশন ব্যবস্থা-সহ সমস্ত ব্যবস্থা কীকরে সচল রাখা যায়। সবাই যাতে ঠিকমত রেশন পায়। এইসব ইস্যু নিয়েই বৈঠক হয়।

spot_img

Related articles

যাবতীয় বিতর্কর অবসান! শুরু হতে চলছে পৌষ মেলা

যাবতীয় বিতর্কর অবসান ঘটিয়ে এবার সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হতে চলেছে এমনটাই দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। অতীতের উপাচার্যের করে...

ফলতায় এসআইআর পর্যালোচনায় গিয়ে বিক্ষোভের মুখে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

এসআইআর সংক্রান্ত কাজ পর্যালোচনা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সদস্য সি মুরুগান। বৃহস্পতিবার বেলা এগারোটা...

পরিস্থিতির দোহাই: তাজপুর বন্দর থেকে সরে যাওয়া নিয়ে সৌগতকে বার্তা আদানির

শর্ত পূরণ না করায় রাজ্য সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে বাদ দিয়েছিল আদানি গোষ্ঠীকে। কিন্তু...

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণে জট! সব পক্ষকে ফের বৈঠকে বসার নির্দেশ হাই কোর্টের

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণের দীর্ঘস্থায়ী জট কাটাতে ফের বৈঠকে বসতে হবে রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব দফতরকে—এমনই নির্দেশ...