Sunday, November 16, 2025

কোলে সদ্যোজাতকে নিয়ে ১৫০ কিলোমিটার পথ হাঁটলেন মা, কুর্নিশ জানাচ্ছে দেশবাসী

Date:

Share post:

তৃতীয় দফায় লকডাউন চলছে। এরইমধ্যে পায়ে হেঁটে বাড়ি ফিরছেন শ্রমিকরা। সেই পথেই সন্তানের জন্ম দিলেন মধ্যপ্রদেশের তরুণী শকুন্তলা। প্রসবের পর ফের সদ্যোজাতকে কোলে নিয়ে শুরু হলো পথ হাঁটা। ১৫০ কিলোমিটার হেঁটে অবশেষে মেলে সরকারি বাস। সদ্য মা হওয়া শকুন্তলার শক্তিকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।

মহারাষ্ট্রের নাসিকে শ্রমিকের কাজ করতেন স্বামী–স্ত্রী। বাড়ি মধ্যপ্রদেশের সাতনায়। লকডাউনের জেরে রোজগার বন্ধ। তাই পায়ে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত দীর্ঘ পথ স্বামীর সঙ্গেই পায়ে হেঁটে পেরোচ্ছিলেন তরুণী শকুন্তলা। পেটে ন’মাসের সন্তান।মহারাষ্ট্রের সেনধাওয়ার কাছে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয়। হাইওয়ের ধারে পুত্রসন্তানের জন্ম দেন শকুন্তলা।

প্রসবের পরে ঘণ্টা দুয়েক বিশ্রাম নেন তিনি। ফের শুরু হয় পথ হাঁটা। ১৫৯ কিলোমিটার হেঁটে একটি চেকপোস্টে পৌঁছায় ওই শ্রমিকের দল। শেষমেষ পুলিশের সহযোগিতায় বাসে করে গ্রামে ফিরেছেন তাঁরা। সাতনার স্বাস্থ্য আধিকারিক একে রায় বলেন, “সীমান্ত এলাকায় বাসের ব্যবস্থা করা হয়েছিল। কয়েকশো কিলোমিটার হাঁটার পরে খবর পাই আমরা। সরকারি বাসে বাড়ি পৌঁছে দেওয়া হয় তাঁদের। মা ও সন্তান স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ভালো আছেন তাঁরা।

প্রসঙ্গত, লকডাউনের জেরে দেশের নানা প্রান্তে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাদের ফেরাতে বিশেষ ট্রেন চালানো শুরু করেছে কেন্দ্র। কিন্তু আদৌ পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে কি না তা নিয়ে উঠছে প্রশ্ন।

spot_img

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...