Thursday, August 28, 2025

কোলে সদ্যোজাতকে নিয়ে ১৫০ কিলোমিটার পথ হাঁটলেন মা, কুর্নিশ জানাচ্ছে দেশবাসী

Date:

তৃতীয় দফায় লকডাউন চলছে। এরইমধ্যে পায়ে হেঁটে বাড়ি ফিরছেন শ্রমিকরা। সেই পথেই সন্তানের জন্ম দিলেন মধ্যপ্রদেশের তরুণী শকুন্তলা। প্রসবের পর ফের সদ্যোজাতকে কোলে নিয়ে শুরু হলো পথ হাঁটা। ১৫০ কিলোমিটার হেঁটে অবশেষে মেলে সরকারি বাস। সদ্য মা হওয়া শকুন্তলার শক্তিকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।

মহারাষ্ট্রের নাসিকে শ্রমিকের কাজ করতেন স্বামী–স্ত্রী। বাড়ি মধ্যপ্রদেশের সাতনায়। লকডাউনের জেরে রোজগার বন্ধ। তাই পায়ে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত দীর্ঘ পথ স্বামীর সঙ্গেই পায়ে হেঁটে পেরোচ্ছিলেন তরুণী শকুন্তলা। পেটে ন’মাসের সন্তান।মহারাষ্ট্রের সেনধাওয়ার কাছে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয়। হাইওয়ের ধারে পুত্রসন্তানের জন্ম দেন শকুন্তলা।

প্রসবের পরে ঘণ্টা দুয়েক বিশ্রাম নেন তিনি। ফের শুরু হয় পথ হাঁটা। ১৫৯ কিলোমিটার হেঁটে একটি চেকপোস্টে পৌঁছায় ওই শ্রমিকের দল। শেষমেষ পুলিশের সহযোগিতায় বাসে করে গ্রামে ফিরেছেন তাঁরা। সাতনার স্বাস্থ্য আধিকারিক একে রায় বলেন, “সীমান্ত এলাকায় বাসের ব্যবস্থা করা হয়েছিল। কয়েকশো কিলোমিটার হাঁটার পরে খবর পাই আমরা। সরকারি বাসে বাড়ি পৌঁছে দেওয়া হয় তাঁদের। মা ও সন্তান স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ভালো আছেন তাঁরা।

প্রসঙ্গত, লকডাউনের জেরে দেশের নানা প্রান্তে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাদের ফেরাতে বিশেষ ট্রেন চালানো শুরু করেছে কেন্দ্র। কিন্তু আদৌ পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে কি না তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version