ট্রেন বাড়িয়ে ওয়েটিং লিস্ট ফেরাচ্ছে রেল

১৫জোড়া ট্রেনেই শেষ নয়। আরও ট্রেন বাড়াচ্ছে রেলমন্ত্রক। বুধবার রাতে রেলের তরফে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। সেইসঙ্গে জানানো হয়েছে, এবার ট্রেনে ওয়েটিং লিস্টও থাকছে।

রেলমন্ত্রক নির্দেশিকায় জানিয়েছে, ধাপে ধাপে চেয়ার কার, মেল, এক্সপ্রেস ট্রেন চালু করার প্রস্তুতি চলছে। তবে কাল, শুক্রবার থেকে যে টিকিট বুকিং হবে, সেই টিকিটে এই ওয়েটিংয়ের সুবিধা পাওয়া যাবে। তবে সুবিধা ২২ মে ও তার পরের টিকিটে পাওয়া যাবে। ওয়েটিংয়ে টিকিট পাওয়া দেওয়া হবে ফার্স্ট ক্লাস ও এক্সিকিউটিভ ক্লাসে ২০টি করে, চেয়ার কারে ১০০টি, স্লিপার ক্লাসে ২০০টি, এসি টু টায়ারে ২০০টি ও এসি থ্রি টায়ারে ১০০টি। তবে কোনও আরএসি থাকছে না।

Previous articleভারতেও শুরু হচ্ছে কোভিডের ক্লিনিকাল ট্রায়াল, কোন কোন ওষুধ জেনে নিন
Next articleলকডাউনে শুনশান রসিকবিল, মাথায় হাত ব্যবসায়ীদের