কলকাতা পুরসভার রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন প্রশাসক ফিরহাদ হাকিমের

করোনা পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভা ৪টি কোয়ারেন্টিন সেন্টার তৈরি করেছে। যার মধ্যে সবচেয়ে বড় কোয়ারেন্টাইন সেন্টারটি তৈরি হয়েছে রাজারহাট ফরেনসিক বিল্ডিংয়ে। অপর তিনটি বালতিকুরিতে, ইএম বাইপাস এবং শহরের একটি বন্ধ হাসপাতালকে কোয়ারেন্টিন সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে।

আজ, বৃহস্পতিবার দুপুরে রাজারহাটে তৈরি নতুন কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে যান ফিরহাদ কলকাতা পুরসভার প্রশাসক কমিটির চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি মেয়রের পদে থাকাকালীন এই সেন্টার তৈরির জন্য ৪০ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। সেটি এখন সম্পন্ন।

একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, কোনও এলাকায় করোনা পজিটিভ হলে এবার এলাকা ধরে নয়, নির্দিষ্ট সেই বাড়ি বা সেই প্যাসেজ কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে। যদি একটা ‘”স্ট্যান্ড অ্যালোন” বাড়িকে কন্টেনমেন্ট ঘোষণা করা হয়, তাহলে সেই বাড়িটি স্যানিটাইজড করা হবে। বাড়ির ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। বাড়ির লোকেদেরও বেরোতে দেওয়া হবে না। একইভাবে কোনও গলি বা পাড়ার ক্ষেত্রেও কাজ করা হবে।‌‌‌

Previous articleকরোনা অবহেই দুর্গা প্রতিমার বরাত পেল কুমোরটুলি
Next articleরাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হলেন টি এস তিরুমূর্তিv