Friday, November 14, 2025

ট্রেনে নূন্যতম খাবার জলটুকু নেই! দুর্গাপুর-আসানসোলে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ

Date:

লকডাউন পর্বের মধ্যেই ভিন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য কেন্দ্র-রাজ্য সমন্বয়ের মধ্য দিয়ে চালু হয়েছে “শ্রমিক স্পেশ্যাল” ট্রেন। এই ট্রেনে শ্রমিকরা ঘরে ফিরতে পারছেন বটে, তবে তাঁদের কয়েক ঘন্টার যাত্রাপথের দুরবস্থা বড়ই করুণ।

খাবার তো দূরের কথা, গলা শুকিয়ে কাঠ। কিন্তু নূন্যতম পানীয় জলের ব্যবস্থা নেই। এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। এদিন দুর্গাপুর-আসানসোল স্টেশনে ব্যাপক বিক্ষোভ দেখালেন তাঁরা।

পরিযায়ীদের ঘরে ফেরানোর জন্য গত মঙ্গলবার বেঙ্গালুরু থেকে শ্রমিক ও চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়া এ রাজ্যের মানুষদের নিয়ে রওনা দেয় বিশেষ ট্রেন। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ট্রেনটি দুর্গাপুর স্টেশনে পৌঁছয়। সেখানে ইঞ্জিন পরিবর্তনের জন্য ট্রেনটি স্টেশনে থামতেই প্ল্যাটফর্মে নেমে পড়েন যাত্রীরা। রেলকর্মী ও আধিকারিকদের ঘিরে প্রবল বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, ট্রেন খাবার তো দূরের কথা গলা ভেজানোর জন্য প্রয়োজনীয় জলটুকুও নেই। এই গরমে বাচ্চাদের পর্যন্ত জন খাওয়ানো যাচ্ছে না। অনেকেই ঠিক মতো জল না পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। নূন্যতম পরিষেবা নেই, অথচ ৯৬০ টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে!

দুর্গাপুরের মতো একই ছবি ধরা পড়ে আসানসোল স্টেশনেও। একই কারণে যাত্রী বিক্ষোভের মুখে পড়তে হয় রেল ও জেলা প্রশাসনকে। সব মিলিয়ে পরিযায়ীদের ঘরে ফেরাতে স্পেশাল ট্রেন চললেও, রেলের ভূমিকা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠে গেল।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version