এবার থেকে ট্রেনের টিকিট কাটার সময় গন্তব্য এলাকার ঠিকানা জানাতে হবে যাত্রীদের। মূল উদ্দেশ্য হলো ট্রেনে ভ্রমণকারী কোনও যাত্রীর যদি করোনা সংক্রমণ হয়, তাহলে সহজেই যাতে তার সংস্পর্শে আসা যাত্রীদের চিহ্নিত করা সম্ভব হয়। এই ঠিকানা জমা থাকবে আইআরসিটিসির কাছে। প্রয়োজনে তারা এই ঠিকানা সরবরাহ করবে। অন লাইনের টিকিট বুকিং ফর্মে এরজন্য আলাদা ঘর থাকবে। কোনও যাত্রী যদি ভুল ঠিকানা দেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঠিকানা দেওয়া মানে ব্যক্তিগত তথ্য বেরিয়ে আসা নয়। করোনা সংক্রমণ কমে গেলেই এই ঠিকানা ডিলিট করে দেওয়া হবে।
