মন্ত্রীর উদ্যোগে শহরের জনপ্রিয় রেস্তোরাঁর মোবাইল রক্তদান শিবির

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সামাজিক দূরত্ব বিধি পালনে বন্ধ রাখা হয়েছিল রক্তদান শিবির। যদিও রাজ্য সরকারের অত্যাধুনিক “মোবাইল ব্লাড”-এর মাধ্যমে বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও সংগঠন সরকারি নির্দেশিকা অনুসারে রক্তদান শিবিরের আয়োজন করেছে। মূলত, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-এর তত্ত্বাবধানে এই শিবিরগুলি আয়োজিত হয়েছে।

এবার কলকাতার জনপ্রিয় এক রেস্তোরাঁ সামাজিক দূরত্ব বিধি মেনে আজ, শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করলো। রেস্তোরাঁর ৩০ জন কর্মচারী রক্ত দেন এখানে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের বক্তব্য, গরমের সময় রক্তের চাহিদা থাকে, সেই সামাজিক দৃষ্টিভঙ্গি থেকেই তাঁদের এই উদ্যোগ। যেখানে তাঁদের সবদিক থেকে সহযোগিতা করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Previous articleব্রিজ বন্ধ করে জোরকদমে স্বাস্থ্য পরীক্ষা চলছে বিজন সেতুর
Next articleবেতন না পেয়ে প্রতিবাদ কর্মসূচি শহরের জনপ্রিয় সিনেমা হল কর্মীদের