বেতন না পেয়ে প্রতিবাদ কর্মসূচি শহরের জনপ্রিয় সিনেমা হল কর্মীদের

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে মাল্টিপ্লেক্স এবং সিনেমা হল বন্ধ রাখার সরকারি নির্দেশ জারি করা হয়েছে। তবে এই সময়ে কর্মীরা যাতে বেতন পায় তাও সুনিশ্চিত করার কথা বলা হয়েছে।

কিন্তু কলকাতার অভিজাত মাল্টিপ্লেক্সের আইনক্স সিনেমা হলের কর্মীরা একমাস যাবৎ বেতন না পেয়ে এবার ধর্ণায় বসেছে। তাঁদের দাবি, সরকারি নির্দেশিকা মেনেই তাঁরা লকডাউনে কাজে যোগ দেননি। সিনেমা হলও বন্ধ। তাঁরা প্রত্যেকেই বাড়ি থেকে সরকারি নির্দেশিকা মেনে করোনা যুদ্ধে সামিল হয়েছেন। কিন্তু মালিক বেতন দিচ্ছে না।

তারই প্রতিবাদে আজ, শুক্রবার বাইপাস সংলগ্ন হাইল্যান্ড পার্কের জনপ্রিয় সিনেমা হল আইনক্স-এর প্রায় ১০০ জন কর্মী প্রতিবাদ কর্মসূচি নেন। সরকারের কাছে, তাঁদের অনুরোধ যে সামান্য বেতন তাঁরা পান সেটা যেন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ, বেতন না পেয়ে তাঁরা ভীষণ সমস্যায় আছেন। কারও বাড়িতে বাচ্চার দুধ কেনার পয়সা নেই। কেউ বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা করাতে পারছেন না।

Previous articleমন্ত্রীর উদ্যোগে শহরের জনপ্রিয় রেস্তোরাঁর মোবাইল রক্তদান শিবির
Next articleএই হ্যান্ড স্যানিটাইজারের বিপদটাও মাথায় রাখবেন!