Monday, May 19, 2025

‘এক দেশ, এক রেশন কার্ড’ মানছে না বাংলা, ব্যাখ্যা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী

Date:

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষিত এক দেশ, এক রেশন কার্ড’ মানছে না বাংলা৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের জন্য ‘এক দেশ এক রেশন কার্ড’ কর্মসূচি ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন, আগামী বছরের মার্চে দেশে এ ধরনের রেশন কার্ড তৈরি শেষ হয়ে যাবে। তার পর থেকে কোনও এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গেলেও এই ডিজিটাল কার্ড দেখিয়ে রেশন তুলতে পারবেন।

সীতারামনের এই ঘোষণার প্রতিক্রিয়ায় রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, রেশন কার্ড নিয়ে এই প্রকল্প অনেক পুরনো। এটি বাস্তবসম্মত নয় বলে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে অংশ নিচ্ছে না। গত বছর নভেম্বর মাসেই বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন ‘এক দেশ এক রেশন কার্ড’ কর্মসূচিতে বাংলা অংশ নিচ্ছে না তা ব্যাখ্যা করে খাদ্যমন্ত্রী বলেছেন, বাংলার সঙ্গে অন্য রাজ্যের রেশন ব্যবস্থার মৌলিক ফারাক রয়েছে। এ রাজ্যে প্রত্যেক নাগরিকের নামে রেশন কার্ড ইস্যু করা হয়। বাকি রাজ্যগুলিতে রেশন কার্ড পরিবার ভিত্তিক।
জ্যোতিপ্রিয়র বক্তব্য, ‘বাংলায় প্রায় ১০ কোটি মানুষকে রেশন দেওয়া হয়৷ ১০০ ভাগ মানুষকে রেশন দেওয়ার কর্মসূচি এ রাজ্যে ইতিমধ্যেই বাস্তবায়িত হচ্ছে।’ তাঁর দাবি, ‘খাদ্য সুরক্ষা কর্মসূচির বাইরে আরও প্রায় ৪ কোটি মানুষকে ‘খাদ্যসাথী’ প্রকল্পে রেশন দোকান থেকেই চাল-গম দেয় পশ্চিমবঙ্গ।’ কেন্দ্রীয় সরকারের বক্তব্য, ভবিষ্যতে পরিযায়ী শ্রমিকেরা দেশের যে প্রান্তেই থাকুন না কেন রেশন পেতে সমস্যা হবে না। জ্যোতিপ্রিয়র প্রশ্ন, কোনও পরিযায়ী শ্রমিক যদি পরিবারকে নিজের রাজ্যে রেখে অন্যত্র রেশন কার্ডটি সঙ্গে নিয়ে চলে যান, তাহলে পরিবার কী করে রেশন পাবে? আমরা তাই পরিবার পিছু একটি কার্ড ইস্যুর পরিকল্পনার বিরোধিতা করেছি। তাঁর বক্তব্য, আমরা বরং বলছি মাথা পিছু কার্ড ইস্যু করলে, যে শ্রমিক বাইরে যাবেন তিনি তার কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন। ভিন রাজ্যে গিয়ে তিনি সেই কার্ড দেখিয়ে সেখানকার রেশন দোকানে নাম লিখিয়ে নিতে পারবেন। যেমনটা ভোটার তালিকার ক্ষেত্রে করা হয়। এই ব্যবস্থা চালু করা গেলে দেশের যে কোনও প্রান্তে গিয়েই যে কেউ রেশন তুলতে পারবেন। পাশাপাশি তাঁর পরিবারও সমস্যায় পড়বে না।

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...
Exit mobile version