কলকাতার রাস্তায় নামছে মিনিবাস, ভাড়া শুনলে চমকে উঠবেন!

কলকাতায় সরকারি বাসের পর এবার মিনিবাস রাস্তায় নামতে চাইছে। ইতিমধ্যে পরিবহণ দফতরের সঙ্গে বৈঠক করে তাদের দেওয়া প্রস্তাবিত ভাড়া এইরকম…

১. ০-৩ কিমি… ৮ টাকা থেকে বেড়ে ৩০টাকা

২. ৩-৬ কিমি… ৯ টাকা থেকে বেড়ে ৩০ টাকা

৩. ৬-১০ কিমি… ১০টাকা থেকে বেড়ে ৩৫টাকা

৪. ১০-১৬ কিমি… ১১টাকা থেকে বেড়ে ৪০টাকা

৫. ১৬-১৯কিমি… ১২টাকা থেকে বেড়ে ৪৫টাকা

৬. ১৯ কিমির ঊর্ধ্বে… ৫০টাকা

তবে এই ভাড়া লকডাউন সময়ের জন্যেই। স্বাভাবিক পরিস্থিতি চলে এলে পুরনো নির্ধারিত ভাড়া নেওয়া হবে।

Previous articleকরোনার জের: বিনা নোটিশে ৩৭০০ কর্মী ছাঁটাই উবেরের
Next articleসুবর্ণ জয়ন্তী বর্ষের আড়ম্বরকে দূরে সরিয়ে কুমোরটুলির শিল্পীদের পাশে এই বিখ্যাত দুর্গাপুজো কমিটি