মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সীমান্তে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

খাবার নেই। নেই বাড়ি ফেরার ব্যবস্থাও। এই নিয়েই ক্ষোভ তুঙ্গে। মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সীমান্তে বিক্ষোভ দেখান পরিযায়ী শ্রমিকরা। খাবার এবং বাড়ি ফেরানোর দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান তাঁরা। মহারাষ্ট্র থেকে উত্তরের রাজ্যগুলিতে ফেরার দাবিতে মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার সেনধাওয়া এলাকায় জড় হন পরিযায়ী শ্রমিকরা।

বৃহস্পতিবার সেখানে তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এরপরে ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাঁদের। শুরু হয় বিক্ষোভ। একদল শ্রমিক বলেন, সরকার তাঁদের জন্য কোনও ব্যবস্থা করেনি। খাবার নেই। বাড়ি ফেরার জন্য যানবাহনের ব্যবস্থা নেই। বিক্ষোভ দেখাতে গিয়ে পাথর ছোড়েন পরিযায়ী শ্রমিকরা। পরিচয়ে শ্রমিকদের ওই দলে মহিলা, শিশু, সকলেই আছেন। এদিকে মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে ১৫ হাজার শ্রমিককে সীমান্ত থেকে নিয়ে আসা হয়েছে। শেষ তিনদিন ধরে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

Previous articleআত্মনির্ভর ভারত অভিযান: তৃতীয় দফার আর্থিক প্যাকেজের লক্ষ্য কৃষি, অত্যাবশ্যক পণ্য আইনে বদল
Next articleরাজারহাটে ৫০০ বেডের আরও এক কোভিড হাসপাতাল