মানুষের দাবি, মহানগরে আরও বাস নামানো হোক

কলকাতায় বাস চালু হয়েছে। কিন্তু একান্ত জরুরি কাজে বেরিয়ে অধিকাংশ মানুষের ব্যাপক হয়রানি। তার কারণ, লকডাউনের নিয়ম মেনে ২০জন করে বাসে নেওয়া হচ্ছে। পরের বাসগুলি আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যাচ্ছে। অনেকেই বাস না পেয়ে হাঁটতেও বাধ্য হয়েছেন। যারা এই সময়ে রাস্তায় বের হচ্ছেন, তাঁদের অনুরোধ, বাস যদি চালানোই হয়, তাহলে আরও বেশি সংখ্যক দেওয়া হোক। নইলে মানুষকে হয়রানির শিকাত হতে হচ্ছে। ডানলপ থেকে গড়িয়া, রাস্তায় বেরনো আমজনতার একটাই দাবি, বাস চালালে সংখ্যায় বাড়ান।

Previous articleকলকাতায় চালু অ্যাপ ক্যাব, এই গাড়িতে উঠতে কী কী শর্ত মানতে হবে?
Next articleবাইরে থেকে এলেই পুল টেস্ট