লকডাউনের পর স্কুল : আগাম ভাবনায় বৈঠকে শিক্ষা দফতর

লকডাউনের পর স্কুল খুললে কীভাবে পড়াশোনা হবে? আগের চিত্র পাল্টে যাবে? আর সেই নিয়ে সিদ্ধান্ত নিতেই শুক্রবার শিক্ষা দফতরের আধিকারিকরা বৈঠকে বসেন। শিক্ষা দফতর মনে করছে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অভিভাবকদের। তাদের সঙ্গে কথা বলুক স্কুলগুলি। আধিকারিকরা এ নিয়ে কথা বলেন বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গেও। তাঁদের মতামত নেওয়া হচ্ছে। সব পরামর্শ সামনে রেখেই রূপরেখা তৈরি হবে। তবে ক্লাসে কী করে ৪০-এর মতো পড়ুয়া আর স্কুলে ৫০০-র বেশি ছাত্রছাত্রীদের কোন সাবধানতার মধ্যে দিয়ে যেতে হবে, সে নিয়ে চিকিৎসক বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

Previous articleবাইরে থেকে এলেই পুল টেস্ট
Next articleLIVE : কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে তৃতীয় দফার ব্যাখ্যায় নির্মলা