LIVE : কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে তৃতীয় দফার ব্যাখ্যায় নির্মলা

  • কৃষিতে ১১ দফা প্যাকেজ ঘোষণা
  • কৃষি, মৎস্য, দুগ্ধজাত পণ্যের জন্য বিশেষ প্যাকেজ
  • কৃষকদের জন্য ৮০ হাজার কোটি টাকার নগদ সাহায্য
  • ৭৪ হাজার ৩০০ কোটি টাকার শস্য কেনা হয়েছে
  • কৃষকদের জন্য ১৮ হাজার ৭০০ কোটি টাকার নগদ সাহায্য
  • গত দু’মাসে বিপুল সাহায্য কেন্দ্রের তরফে
  • কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়েছে
  • ফসল বিমায় ৬৪০০ কোটি টাকা
  •  উপকৃত হয়েছেন দুই কোটির বেশি কৃষক
  • কৃষি ও অন্যান্য ক্ষেত্রে এগারোটি প্যাকেজ ঘোষণা
  • কৃষি পরিকাঠামো উন্নয়নে এক লক্ষ কোটি টাকা
  •  ফসল সংরক্ষণ কেন্দ্র তৈরিতে টাকা দিচ্ছে কেন্দ্র
  • এইসব সিদ্ধান্তে কৃষকদের আয় বাড়বে
  • খাদ্য প্রক্রিয়াকরণে ১০ হাজার কোটি টাকা দেবে কেন্দ্র
  • প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত প্রকল্পের জন্য বিভিন্ন অসংগঠিত সেক্ষেত্রে ক্লাসটার তৈরি পরিকল্পনা
  • সেই খাতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ
  • মৎস্য সম্পদ যোজনায় জোর
  • মৎস্য চাষ এবং প্রক্রিয়াকরণে ৫৫ লক্ষ কর্মসংস্থান
  • মৎস্যজীবীদের জন্য নতুন মৎস্যবন্দর তৈরি
  • মৎস্যজীবীদের জন্য বিমা করে দেবে কেন্দ্র
  • ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ
  • মৎস্যচাষ ক্ষেত্রে কুড়ি হাজার কোটি টাকার প্যাকেজ
  • গবাদি পশুদের ১০০% টিকাকরণ
  • ১৩৩৪৭ কোটি টাকা বরাদ্দ
  • দুগ্ধ পরিকাঠামোয় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ
  • দেশীয় পণ্যকে বিদেশের বাজারে রফতানি করতে বিশেষ তহবিল
  • ভেষজ জিনিসকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে বিশেষ প্যাকেজ
  • জৈব ও ভেষজ চাষে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ। গঙ্গার ধারে জমিতে ভেষজ চাষ করা হবে
  • মৌমাছি পালনের ক্ষেত্রে ৫০০ কোটি টাকার প্যাকেজ
  • লোকাল থেকে গ্লোবাল-এর ক্ষেত্রেও মৌমাছি পালন বিশেষ ভূমিকা নেবে বলে আশা
  • কৃষি পণ্য পরিবহনে গতি আনতে ব্যবস্থা
  • হিমঘর ভাড়ায় ৫০% ভর্তুকি
  •  ছয় মাসের পাইলট প্রজেক্ট ঘোষণা
  • কৃষকদের উন্নয়নের ১৯৫৫ সালের আইনে বদল আনার চেষ্টা
  • দেশের অত্যাবশ্যকীয় পণ্য আইনে পরিবর্তনের পরিকল্পনা কেন্দ্রের
  • দানাশস্য, পেয়াজ, ডালের ক্ষেত্রে নিয়ম বদল
  • আইন বদলে অর্ডিন্যান্স জারি
  •  কৃষকদের স্বার্থ ভেবেই এই সিদ্ধান্ত
  • ফসল মজুতের উর্ধ্বসীমা তুলে নিচ্ছে কেন্দ্র
  •  বিশেষ পরিস্থিতিতে নিয়ম বদল
  • নতুন আইনে যেকোনো জায়গায় বিক্রি করা যাবে কৃষিপণ্য
  •  আন্তঃরাজ্য পরিবহনে বাধা থাকবে না
  • কৃষকের ফসলের দাম নির্ধারণ করার অধিকার
Previous articleলকডাউনের পর স্কুল : আগাম ভাবনায় বৈঠকে শিক্ষা দফতর
Next articleলকডাউনের মধ্যেও কৃষিক্ষেত্রে ও দুগ্ধ উৎপাদনে কেন্দ্রীয় সহায়তা