১১দিনের শিশুকে ভুল ওষুধ, কাঠগড়ায় মেডিসিন শপ

মেডিসিন শপ থেকে ভুল ওষুধ। এবং তা খাওয়ানোর পরই গুরুতর অসুস্থ হয়ে পড়ে মাত্র ১১দিনের এক দুধের শিশু। ঘটনা, হুগলি জেলার ব্যান্ডেলের কেওটা সাহাগঞ্জ সাতপুকুর এলাকার। রিটন ভট্টাচার্য-এর শিশুপুত্র আরিয়ান ভুল ওষুধ খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যার বয়স মাত্র১১দিন।

শিশুটিকে শারীরিক অসুস্থতার কারণে স্থানীয় এক চিকিৎসককে দেখানো হয়। এবং ডাক্তারের প্রেসস্ক্রিপশন অনুসারে, চুঁচুড়ার একটি মেডিসিন শপ থেকে সেই ওষুধ কিনে নিয়ে গিয়ে বাড়ির লোকেরা। যা ওই শিশুকে খাওয়ানোর পরই, গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান যে ওষুধগুলি দোকান থেকে দেওয়া হয়েছে তার মধ্যে একটি ওষুধ ভু দেওয়া হয়েছে। এবং যে কারণেই বাচ্চাটি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

এরপর ওই ডাক্তার শিশুটির বাবাকে জানান, দ্রুত তাঁর সন্তানকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করার জন্য। বর্তমানে সঙ্কটজনক অবস্থায় SNCU বিভাগে ভর্তি রয়েছে শিশুটি। শিশুটির পরিবার ওই ওষুধের দোকানের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ জানিয়েছে।

Previous articleএকাধিক কারনেই ভিন রাজ্যের নার্সরা দলে দলে কলকাতা ছাড়ছেন
Next article৮২৯ যাত্রী নিয়ে পঞ্জাব থেকে শ্রমিক স্পেশাল ট্রেন এলো ব্যান্ডেলে