৮২৯ যাত্রী নিয়ে পঞ্জাব থেকে শ্রমিক স্পেশাল ট্রেন এলো ব্যান্ডেলে

অবশেষে পঞ্জাব থেকে ব্যান্ডেলে পৌঁছালো শ্রমিক স্পেশাল এক্সপ্রেস। ৮২৯ জন যাত্রী নিয়ে শনিবার রাজ্যে আসে ট্রেনটি। ব্যান্ডেলে নামার পর স্বাস্থ্য বিধি মেনে তাঁদের প্রত্যেককে থার্মাল স্ক্রিন করে এবং প্রাথমিক পরীক্ষা করা হয়।

এই বিশেষ ট্রেনে মোট আটটি জেলার শ্রমিকরা ফিরেছেন। জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকরা কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার বিভিন্ন প্রান্তের বাদিন্দা।

স্টেশনের বাইরে ৪২টি বাস আগে থেকেই রাখা ছিল তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। শ্রমিকরা জানিয়েছেন, রাস্তায় তাঁদের কোনও অসুবিধা হয়নি। সোনার কাজের জন্য তাঁরা পঞ্জাব গেছিল। এই ট্রেনে কিছু তীর্থযাত্রী ফিরেছেন বলেও জানা গিয়েছে। করোনা সঙ্কটে কঠিন পরিস্থিতির মধ্যে ঘরে ফিরতে পেয়ে তাঁরা প্রত্যেকেই খুশি।

Previous article১১দিনের শিশুকে ভুল ওষুধ, কাঠগড়ায় মেডিসিন শপ
Next articleCOVID- 19 থেকে ফিরে আসা একজনের অভিজ্ঞতা