আত্মনির্ভর ভারত অভিযান: রবিবার সকালে শেষ দফার আর্থিক প্যাকেজ ঘোষণা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের শেষ পর্যায়ের ঘোষণা হবে রবিবার। এদিন সকাল এগারোটায় সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনা পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত অভিযানের অঙ্গ হিসাবে বুধবার মাইক্রো-স্মল-মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়ে প্যাকেজ, বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিক, হকার ও প্রান্তিক কৃষকদের প্যাকেজ, শুক্রবার কৃষি, পশুপালন, উদ্যানপালন, মৎস্যচাষ, দুগ্ধশিল্প ও খাদ্য প্রক্রিয়াকরণ সম্পর্কে এবং শনিবার কয়লা, খনি, প্রতিরক্ষা, আণবিক শক্তি ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে একগুচ্ছ সংস্কারের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। রবিবারই তাঁর এই বিষয়ে পঞ্চম তথা শেষ সাংবাদিক বৈঠক। এদিন তিনি সমালোচকদের মুখ বন্ধ করার মত কোনও চমকপ্রদ ঘোষণা করেন কিনা সেটাই দেখার।

 

Previous articleকরোনা আতঙ্ককে দূরে সরিয়ে শুরু হচ্ছে ইউরোপের ঐতিহ্যবাহী এই ফুটবল লিগ!
Next articleরাজ্য ছাড়লেন আরও শতাধিক ভিন রাজ্যের নার্স