Friday, November 14, 2025

গরিব মানুষের হাতে টাকা দিলে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, সতর্কবার্তা রাহুল গান্ধীর

Date:

করোনার জেরে দেশজুড়ে লকডাউন৷ সেই লকডাউনের ফলে ভয়ঙ্কর ক্ষতির মুখে দাঁড়িয়ে থাকা দেশের গরিব মানুষের হাতে অবিলম্বে নগদ টাকা না-দিলে বড়সড় সর্বনাশ অপেক্ষা করছে৷

শনিবার Zoom ভিডিও কলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রকে সতর্ক করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের চরিত্র ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল৷

প্রসঙ্গত, গত লোকসভা ভোটের আগে রাহুল গান্ধী ঘোষণা করেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে NYAY প্রকল্পের মাধ্যমে অতিদরিদ্র পরিবারগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে৷ কংগ্রেস ক্ষমতায় আসেনি৷ ফলে ওই প্রস্তাবও আলো দেখেনি৷

এদিন রাহুল সেই ঘোষণার প্রসঙ্গ টেনে বলেছেন, কেন্দ্রেরও এই ধরনের প্রকল্প ভাবা উচিত৷ যে পরিযায়ী শ্রমিকরা রাস্তায় হাঁটছেন, তাঁদের টাকার দরকার, ঋণ নয়৷ যে কৃষকরা টাকার অভাবে ধুঁকছেন, তাঁদের ঋণের দরকার নেই৷ নগদ টাকা দিন৷ এখনই যদি তাঁদের হাতে টাকা না-দেওয়া হয় ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে৷’
কেন্দ্রের ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজকে ‘লোন প্যাকেজ’ আখ্যা দিয়ে রাহুল গান্ধী বলেছেন, “এই প্যাকেজ কোনও ভাবেই কৃষক ও পরিযায়ী শ্রমিকদের স্বস্তি দেবে না৷ আমাদের দেশের মানুষের হাতে টাকা চাই৷ এই প্যাকেজ পুনর্বিবেচনা করা উচিত প্রধানমন্ত্রীর৷ সরাসরি ব্যাঙ্কে টাকা দেওয়ার কথা ভাবা উচিত মোদিজির”৷ একই সঙ্গে MNREGA প্রকল্পে ২০০ দিন কাজ, কৃষকদের জন্য টাকা দরকার৷ কারণ ওঁরাই তো দেশের ভবিষ্যত্‍৷”

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version