দেশ জুড়ে আরো ১৪ দিন বাড়ল লকডাউন। চতুর্থ দফার লকডাউন চলবে ৩১ মে পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এ খবর জানানো হয়েছে। তবে নতুন গাইডলাইন কী হবে সে বিষয়ে রবিবার রাত নটার সময় রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের ভিডিও কনফারেন্স হবে। সেখানেই আলোচনার মাধ্যমে নতুন রূপরেখা তৈরি করা হবে।

প্রধানমন্ত্রী জানিয়েছিলেন নতুন রূপে হবে চতুর্থ পর্যায়ের লকডাউনের গাইডলাইন। সেই কারণে মনে করা হচ্ছে হয়তো কিছু নতুন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে চতুর্থ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, শপিংমল, সিনেমা হল- এগুলি খোলার বিষয়ে ছাড়পত্র দেওয়া হবে না বলেই সূত্রের খবর।
