Wednesday, November 12, 2025

এই করোনা আবহেই রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আপাতত দক্ষিণ বঙ্গোপসাগর ছেড়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে আমফান। ইতিমধ্যেই অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টায় ‘সুপার সাইক্লোন’এ পরিণত হবে।

বেলা বারোটা নাগাদ এটি উত্তর উত্তর-পশ্চিম অভিমুখ ছেড়ে উত্তর-উত্তরপূর্ব অভিমুখে বাঁক নেবে। এরপরই ভয়াবহ রূপ নিয়ে মধ্য বঙ্গোপসাগর ছেড়ে উত্তর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে দিকে এগোবে। এই সময় এর নিজস্ব গতিবেগ সমুদ্রের মধ্যে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছাড়িয়ে যাবে।

বুধবার বিকেল বা সন্ধের দিকে পশ্চিমবঙ্গের দীঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝে এটি স্থলভাগের প্রবেশ করবে। ওই সময়ের গতিবেগ হাওয়ার গতিবেগ থাকবে ১৫৫ থেকে ১৬৫ সর্বোচ্চ ১৮৫।

মঙ্গলবার দুপুর থেকেই ঝড়-বৃষ্টি শুরু হবে কলকাতাসহ সাত জেলায়। ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড় শুরু হবে মঙ্গলবার দুপুর থেকেই। ওইদিন রাতে ও বুধবার সকালে সেই ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ৯৬ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা ৭ জেলায় চরম সর্তকতা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই সাত জেলার প্রশাসনকে নিচু জায়গা থেকে বাসিন্দাদের উঁচু জায়গায় নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

সমুদ্রের জলোচ্ছাসের কারণে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। কাঁচা বাড়ি সম্পূর্ণ ভেঙে যাবে জীর্ণ ও পুরনো পাকা বাড়ি ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা।বিদ্যুতের খুঁটি ল্যাম্পপোষ্ট ও বিজ্ঞাপনের হোডিং ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। বড় বড় গাছ ভেঙে পড়লে রেললাইনে রাস্তার ক্ষতি। শস্যের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা।
বুধবার সড়ক ও রেল পরিবহনে এই সাত জেলায় নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। লঞ্চ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...
Exit mobile version