রাতের অন্ধকারে অ্যাসিড হামলা। জখম এক সিভিক ভলেন্টিয়ার-সহ জখম ৬। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা খানাকুল রাজহাটি এলাকায়। পারিবারিক সম্পত্তি গত বিবাদের জেরে এই হামলা বলে অভিযোগ। হামলার ঘটনায় কানাই সামন্ত নামে এক ব্যক্তিকে আটক করেছে খানাকুল থানার পুলিশ।

রবিবার রাতে দুই পরিবারে গোলমাল সামাল দিতে গেলে অঙ্কুর প্রামানিক নামে খানাকুল থানার সিভিক ভলেন্টিয়ারকে লক্ষ করে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। রাতেই খানাকুল থানার ওসি অনিল রাজ সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত পরিবার ও সিভিক সহ মোট ৬ জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
