সোমবার নবান্নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যজুড়ে রেস্তোরাঁ খোলার অনুমতি দেওয়া হলেও হোটেল খোলা যাবে না। ফলে ছোট ছোট রেস্তোরাঁগুলি ২১ তারিখের পর থেকে খুললেও বড় হোটেলগুলিতে কিন্তু বাধা-নিষেধ থাকছেই। যদি রেড জোনের সংখ্যা কমতে থাকে, তাহলে হয়তো আগামী দিনে দ্রুতই হোটেল খোলার সম্ভাবনা তৈরি হবে। তবে তা জুন মাসের আগে নয় বলেই তথ্যভিজ্ঞ মহলের ধারণা।
