যুদ্ধ জয়ের সংকল্পে এগিয়ে এসেছেন করোনাজয়ীরা, সরকারি নিয়ম মেনে শুরু হবে প্লাজমা থেরাপি

করোনা যুদ্ধে যাঁরা জয়ী হয়েছেন, অর্থাৎ করোনাকে জয় করে সুস্থ হয়ে যাঁরা বাড়ি ফিরেছেন, তাঁদের নিয়ে আজ, সোমবার থেকে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি’র কাজ। এদিন শহরের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল কলকাতা মেডিক্যাল কলেজে প্লাজমা থেরাপির জন্য দাতা নির্বাচনের কাজ চূড়ান্ত হবে।

সূত্রের খবর, ইতিমধ্যে ১০ থেকে ১২ জন সুস্থ হওয়া করোনা রোগীর নাম দাতার তালিকায় রয়েছে। তাঁদের থেকে প্রথম ধাপে প্লাজমা দান করার জন্য উপযুক্ত দাতাকে এখানকার ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে চূড়ান্ত করা হবে। নির্বাচিত দাতার প্লাজমা সংগ্রহ করে তা বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করোনা রোগীর শরীরে যাবতীয় সরকারি নিয়মকানুন মেনে দেওয়া হবে। মেডিক্যাল কলেজ সূত্রে এ খবর জানা গিয়েছে।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleলকডাউনের মাঝেই দমদম থেকে বাংলাদেশ গেল প্রথম বিমান