লকডাউনের মাঝেই দমদম থেকে বাংলাদেশ গেল প্রথম বিমান

চন্দন বন্দ্যোপাধ্যায়

লকডাউনের চতুর্থ পর্বে কেন্দ্রের নির্দেশে বন্ধ থাকছে বাস, লোকাল ট্রেন এবং বিমান পরিষেবা। এই লকডাউন পর্বের কড়াকড়ির মধ্যেও আজ সোমবার দমদম বিমানবন্দর থেকে ৯ টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে প্রথম বিমানটি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, মোট 34 জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। যদিও এই যাত্রীদের বিমানে ওঠার আগে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। যার প্রথম ধাপ হিসেবে দমদম বিমানবন্দরে হেলথ চেকআপ ডেস্কে অপেক্ষারত চিকিৎসকদের কাছে তাদের স্বাস্থ্য পরীক্ষার সামনে পড়তে হয়। শুধুমাত্র থার্মাল স্ক্রিনিং নয়, রীতিমতো আরও বেশ কিছু শারীরিক পরীক্ষা, বরং বলা ভাল সমস্ত ধরনের পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর চিকিৎসকরা তাদের বিমানে ওঠার ছাড়পত্র দিয়েছেন। এমনকি প্রত্যেক বিমানযাত্রীকে সেল্ফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করে জানাতে হচ্ছে যে তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত নন। তারপরেই মিলেছে চূড়ান্তভাবে বিমানে ওঠার ছাড়পত্র। করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই উদ্দেশ্যেই দমদম বিমানবন্দরে এই স্বাস্থ্য পরীক্ষার কড়াকড়ি ও নিরাপত্তা, বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ বেলা সাড়ে বারোটার সময় আরও একটি বিমান ঢাকা থেকে কলকাতা দমদম বিমানবন্দরে 167 জন ভারতীয়কে নিয়ে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে।

প্রত্যেকটি যাত্রীকে নিয়ম মেনে এই সব ধরনের পরীক্ষার মধ্যে দিয়েই যেতে হবে বলে জানানো হয়েছে। যদিও বিমান থেকে নামলেই তারা ঘরে ফিরতে পারবেন তার কোনও নিশ্চয়তা দিতে পারেননি চিকিৎসকরা। কারণ, তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে নজরবন্দি থাকতে হবে। তারপরেই ঘরে ফেরার ছাড়পত্র মিলবে । আপাতত তারই অপেক্ষায় বাংলাদেশ থেকে দেশে ফেরার জন্য মুখিয়ে আছেন 167 জন ভারতীয় নাগরিক।

Previous articleযুদ্ধ জয়ের সংকল্পে এগিয়ে এসেছেন করোনাজয়ীরা, সরকারি নিয়ম মেনে শুরু হবে প্লাজমা থেরাপি
Next articleআমেরিকায় কমছে করোনা মৃত্যুর হার, এবার আক্রান্ত লাফিয়ে বাড়ছে রাশিয়ায়