রাজ্যপালকে পাল্টা, ভাটপাড়া সমবায় ব্যাঙ্ক কেলেঙ্কারির তদন্ত দাবি

রাজ্যপাল জগদীপ ধনকড় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বক্তব্যকে গুরুত্ব দিয়ে সক্রিয়তা দেখাচ্ছিলেন। টুইট করছিলেন। অর্জুনের চিঠির ভিত্তিতে রাজ্য সরকারকে নানা পরামর্শ দিচ্ছিলেন।

এবার একটি চাঞ্চল্যকর পাল্টা টুইট এসেছে জনৈক সোমনাথ শ্যামের কাছ থেকে। তিনি ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাঙ্ক নিয়ে বিপুল অনিয়মের অভিযোগ করে অর্জুন সিংয়ের বিরুদ্ধে কামান দেগেছেন। থানার এফ আই আরের কপি দিয়ে তিনি রাজ্যপালকে লিখেছেন, সব নিয়ম ভেঙে জনতার টাকা অনিশ্চয়তায় ফেলা হচ্ছে। বিপুল টাকা এতে জড়িত। আপনি সংবিধান মেনে যথাযথ তদন্তের ব্যবস্থা করান। সোমনাথবাবু মুখ্য অভিযোগকারী হিসেবে রাজ্যপালকে টুইট করেছেন। তার সঙ্গে ট্যাগ করেছেন মুখ্যমন্ত্রী, ডেরেক, কলকাতা নগরপাল, দিলীপ ঘোষ, অমিত মালব্য ও পশ্চিমবঙ্গ পুলিশকে।

 

ভাটপাড়া থানার ওসিকে দেওয়া চিঠিতে বিস্তারিত অনিয়ম লিখেছেন তিনি। তাতে মারাত্মক সব অভিযোগ রয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
থানার রেকর্ডে কেস নম্বর 73/20।
ধারা 467,468,471,420,406,409,120B।
সোমনাথের অভিযোগ, এর যথাযথ ব্যবস্থা হচ্ছে না। রাজ্যপাল সাংবিধানিক নিরপেক্ষতা বজায় রেখে এবার এই বিষয়টি দেখুন।
অর্জুনশিবির বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বললেও রাজ্যপালকে নিরপেক্ষ থাকতে গেলে এই অভিযোগের তদন্তের দাবিতে সাড়া দিতে হবে। সোমনাথের অভিযোগ, যথাযথ তদন্ত হলে অনেক রাঘববোয়াল ধরা পড়বে।

তবে রাজ্যপালকে টুইট করে ভাটপাড়া বিতর্ক জমিয়ে দিয়েছেন এই অভিযোগকারী।

 

 

 

Previous articleচাপে বিজেপি, রাজ্যে রাশ সেই মমতার হাতেই
Next articleমুকুল হঠাৎ “stay home, stay well” নীতিতে কেন, জল্পনা বিজেপিতেই