চন্দন বন্দ্যোপাধ্যায়
করোনাভাইরাসের মোকাবিলায় লকডাউন ঘোষণার পর বাংলাদেশে আটকে পড়েছিলেন এ রাজ্যের ১৬৯ বাসিন্দা। বিশেষ বিমানে তারা ফিরলেন কলকাতায়।
সোমবার দুপুর ১টা নাগাদ ১৬৯ জন যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার বিমান। ঢাকা থেকে বিমানে ওঠার পর এক দফা শারীরিক পরীক্ষা করা হয় যাত্রীদের। দমদম বিমানবন্দরে পৌঁছনোর পরও, আরেক দফা শারীরিক পরীক্ষা করা হয়। লক ডাউনের পর যাত্রীদের নিয়ে এই প্রথম কোনও বিমান কলকাতা বিমানবন্দরের রানওয়ে ছুঁল।
যাঁরা ফিরেছেন তাঁদের ১৪ দিন কোয়রাইন্টিনে থাকতে হবে।
ভিন দেশে আটকে পড়াদের ফেরাতে কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে রাজ্য। ‘বন্দে ভারত মিশন’-এ ইতিমধ্যেই এ দেশের বহু মানুষই ফিরে এসেছেন। পর্যটক থেকে ব্যবসায়ী, পড়ুয়া-সহ অনেকেই বাংলাদেশে আটকে পড়েছিলেন। তাঁদের নিজের রাজ্যে ফেরাতে ভারতীয় দূতাবাসের তরফে যোগাযোগ রাখা হচ্ছিল। শেষ পর্যন্ত ১৬৯ জন যাত্রী নিয়ে কলকাতায় পৌঁছায় এই বিশেষ বিমান।অবশ্য সোমবার সকালে এ রাজ্যে আটকে পড়া ৩৪ জন বাংলাদেশিকে ওই বিমানেই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।
আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বিমানবন্দরে। যাত্রীদের গন্তব্যে পৌঁছতে আগে থেকেই বিশেষ শীততাপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা রাখা হয়েছিল।
