কলকাতার ২০০ বছরের ইতিহাসে এই প্রথম, ১৩০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে ঝড়

আবহাওয়া দফতর যে অনুমান করেছিল ঠিক সেটাই হলো। রেকর্ড, বেনজির মহানগরীতে। কলকাতার বুকে ১৩০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় বয়ে গেল। সন্ধে ৬.৫৫ মিনিটে ১৩০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় কলকাতা জুড়ে। চলে প্রায় আধ ঘন্টা খানেক। দুলে ওঠে বহু পুরনো বাড়ি। একের পর এক পড়তে থাকে গাছ। ভেঙে যায় জানলার কাচ, বিদ্যুতের খুঁটি। কার্যত গোটা কলকাতা অন্ধকারে ডুবে গিয়েছে। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, কলকাতার ২০০ বছরের ইতিহাসে এমন ঘূর্ণিঝড় এই প্রথম। এই ঝড়-বৃষ্টি কিন্তু এখন তা না চলবে আরও ঘন্টা দেড়েক তবে ঝড়ের গতিবেগ একটু কম হবে।

Previous articleঘন্টাখানেক আগে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার কোথায় কত বৃষ্টি
Next articleফণীর চেয়েও দশগুণ ক্ষতি করেছে আমফান! জানালেন মন্ত্রী শুভেন্দু অধিকারী