ফণীর চেয়েও দশগুণ ক্ষতি করেছে আমফান! জানালেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

গত বছর হয়ে যাওয়া ফণী ঝড়ের চেয়েও দশ-গুণ ক্ষতিগ্রস্ত করেছে সুপার সাইক্লোন আমফান। দিঘায় এমনই জানালেন রাজ্যের পরিবহন, সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রী জানান, যে নন্দীগ্রামে বেশিরভাগ কাঁচা বাড়ির ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক নদীর বাঁধ ভেঙে গিয়েছে। অনেকের মোবাইল বন্ধ। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

Previous articleকলকাতার ২০০ বছরের ইতিহাসে এই প্রথম, ১৩০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে ঝড়
Next articleবিস্মিত বনমন্ত্রী বললেন, অর্ধেক বিট অফিস চলে গিয়েছে জলের তলায়