Thursday, August 21, 2025

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির সংজ্ঞায় একদফা বদলের কথা গত সপ্তাহেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ ফের বদলের পথে MSME বা অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির বিশেষ করে মাঝারি সংস্থার সংজ্ঞা৷ ফের সংশোধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

এ কথা জানিয়ে কেন্দ্রীয় MSME ও সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি৷ তিনি বলেছেন, ‘মাঝারি সংস্থার সংজ্ঞায় মূলধন লগ্নি এবং বার্ষিক পরিমাণ বাড়িয়ে যথাক্রমে ৫০ কোটি টাকা ও ২০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
অর্থমন্ত্রীর ইতিমধ্যেই ঘোষিত পরিবর্তিত সংজ্ঞা অনুযায়ী, ১ কোটি টাকা পর্যন্ত মূলধন লগ্নি এবং বছরে ৫ কোটি টাকা পর্যন্ত বিক্রি রয়েছে এমন সংস্থাগুলি অতিক্ষুদ্র বা মাইক্রো সংস্থা হিসাবে বিবেচিত হবে। মূলধন লগ্নি ১০ কোটি টাকা এবং বছরে ৫০ কোটি টাকা পর্যন্ত বিক্রি এমন সংস্থাগুলিকে ক্ষুদ্র বা স্মল সংস্থা গণ্য করা হবে। মাঝারি সংস্থার সংশোধিত সংজ্ঞায়, মূলধন লগ্নির পরিমাণ ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকা এবং বার্ষিক বিক্রির পরিমাণ ১০০ কোটি টাকা করা হয়।

গড়করি বলেছেন, ‘মাঝারি সংস্থার সংজ্ঞা আরও সংশোধন করে মূলধন লগ্নির সীমা বাড়িয়ে ৫০ কোটি টাকা এবং বার্ষিক বিক্রি বাড়িয়ে ২০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে শীঘ্রই নির্দেশিকা জারি হবে।’

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version