ফোন কাজ না করলে প্লাস কোড ডাউনলোড করুন

আমফানের দাপটে মোবাইল নেটওয়ার্ক উড়ে যেতে পারে। একটা সময় ইন্টারনেট তো পাওয়া যাবেই না ফোনও করা মুশকিল হয়ে যাবে। এই অবস্থায় রাজ্যের মানুষকে প্লাস কোড ব্যবহার করার পরামর্শ দিলেন বেতার বিশেষজ্ঞ। কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্সকে ইমেল করে বলা হয়েছে বেশি সংখ্যক নাগরিক যাতে এই প্লাস কোড ব্যবহার করেন। যারা এই প্লাস কোড নিজেদের মোবাইলে ডাউনলোড করে রাখবেন এবং তা পুলিশ প্রশাসনকে জানিয়ে রাখবেন ঝড়ের পরে তাদের উদ্ধার করতে সুবিধা হবে। গুগল ম্যাপ স্মার্টফোনে রয়েছে। সেই ম্যাপ থেকে প্লাস কোড ডাউনলোড করা যায়। এটি আদতে একটি সংখ্যা। মোবাইল কাজ না করলে প্লাস কোড জানা থাকলে তার গ্লোবাল পজিশনিং ব্যবস্থার মাধ্যমে আপনার অবস্থান জানিয়ে দেবে।

Previous articleসুরক্ষার দাবিতে রাস্তায় কমব্যাট ফোর্স ও র‍্যাফ, পরিস্থিতি সামাল দিলেন মুখ্যমন্ত্রী
Next articleআমফানের স্যাটেলাইট ছবি প্রকাশ করল নাসা